ভারতকে বলা হয় ডায়াবেটিসের রাজধানী। আর ডায়াবেটিসের চিকিৎসার একটা প্রধান অংশ হল রোগ সম্পর্কে জানা। সেই জানানোর কাজের আজ প্রথম অংশ।
করোনা চিকিৎসার প্রোটোকল মনিটরিং টীম নিয়ে বলছেন একটি টীমের সদস্য ডা পুণ্যব্রত গুণ।
Justori (জাস্টোরি)র Justell (জাস্টেল) মাধ্যমে আমাদের মৌখিক ভাবে দিন আপনাদের মতামত, জিজ্ঞাসা করুন আপনাদের প্রশ্ন, জানান আপনাদের অনুরোধ।
বিষধর সাপ কামড়ালে এন্টি স্নেক ভেনামই একমাত্র চিকিৎসা।
করোনা নিয়ে কি করা, কি করা নয় এবং কিছু চিন্তা ভাবনা।
হাত ধোবেন, জামার হাতায় মুখ ঢেকে হাঁচবেন বা কাশবেন, চোখে মুখে হাত না দেবার চেষ্টা করুন, বাইরের জিনিষ ধুইয়ে তুলবেন অথবা রোদে রেখে দিন, একান্ত দরকার না হলে বাইরে যাবেন না, বাইরে গেলে অন্ততঃ দুমিটার ব্যবধান রাখুন অন্যান্যদের থেকে